জন্মদিনের পোস্টে মেয়েকে শাসন করলেন শাহরুখ
প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৫ ১৭:৫৪
আপডেট:
৫ নভেম্বর ২০২৫ ২০:২২
গত রোববার ছিল বলিউড বাদশা শাহরুখ খান-এর ৬০তম জন্মদিন। সে উপলক্ষে প্রায় সারা বিশ্ব থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন কিং খান। এবার সেই বার্তার জবাব দেওয়ার পালা। যারা নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, সকলকেই নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে উত্তর দিয়েছেন শাহরুখ খান। মেয়ে সুহানা খানও সেই কাজ করেছিলেন, কিন্তু সেখানেই যেন আদরের মোড়ক যেন পরিণত হলো শাসনে!
জন্মদিনে বাবাকে শুভেচ্ছা জানাতে সুহানা খান বেছে নিয়েছিলেন এক মিষ্টি মুহূর্ত। তিনি দুটো কফির বড় কাপ পাশাপাশি রেখে সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। একটি কাপে লেখা ছিল ‘কিং’ অর্থাৎ রাজা (শাহরুখ খান), আর অন্যটিতে লেখা ‘রাজার রাজকন্যা’ (সুহানা)।
নিজের নয়নের মণির এমন ভালোবাসাপূর্ণ বার্তায় শাহরুখের মন ভরলেও, বাবার স্বভাবসুলভ চিন্তা আর থেমে থাকেনি। সুহানার পোস্টে ধন্যবাদ জানাতে গিয়ে শাহরুখ লেখেন, ‘ধন্যবাদ, কিন্তু কালো কফি খাওয়া বন্ধ কর দয়া করে, কারণ তুমি এখনও ছোটই আছো।’
বাবার এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মাঝে তৈরি হয় আলোচনা। নেটিজেনরা বলছেন, যতই বয়স হোক, বাবার চোখে তো মেয়েরা চিরকালই ছোট থাকে! এছাড়াও সামান্য কফি নিয়ে মেয়ের প্রতি শাহরুখের এমন নজরদারিরও প্রশংসা করেন অনেকে।
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: