বুধবার, ১৫ই অক্টোবর ২০২৫, ৩০শে আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


আরিয়ানের নির্দেশে শট দিচ্ছেন বলিউড বাদশাহ


প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৫ ১১:০৬

আপডেট:
১৫ অক্টোবর ২০২৫ ১৬:০৫

ফাইল ছবি

বাবা-ছেলের সম্পর্ক কেবল পারিবারিক গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, পেশাদার জগতেও। আর সেই মুহূর্তগুলো যদি হয় কিং খান শাহরুখ খান এবং তার ছেলে আরিয়ান খানের, তবে তা ভক্তদের জন্য এক বিশেষ চমক। সম্প্রতি আরিয়ান খান পরিচালিত নেটফ্লিক্স সিরিজ 'দ্য ব্যান্ডস অফ বলিউড' মুক্তি পাওয়ার পর দর্শকদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছে।

এই সিরিজে আরিয়ান খান লক্ষ্য লালওয়ানি, মোনা সিং এবং মনোজ পাহওয়ার মতো অভিনেতাদের পরিচালনা করেছেন। তবে সবচেয়ে বড় চমক ছিল, এই তালিকায় বলিউডের বাদশাহ শাহরুখ খানের উপস্থিতি। হ্যা, আরিয়ান খান তার বাবা শাহরুখকে পরিচালনা করেছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, এবার সেই শুটিংয়ের কিছু বিরল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা যায়, আরিয়ান বেশ গম্ভীরভাবে তার বাবা শাহরুখ খানকে একটি দৃশ্য ব্যাখ্যা করছেন। যেন পরিচালক তার শিল্পীকে শটের খুঁটিনাটি বুঝিয়ে দিচ্ছেন।

শাহরুখ খানের প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ' তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে 'দ্য ব্যান্ডস অফ বলিউড'-এর শ্যুটিংয়ের এই দুটি ছবি শেয়ার করেছে। ছবি প্রকাশ্যে আসার পরই বাবা-ছেলের এই জুটি ভক্তদের ভালোবাসায় ভেসেছেন। নেটিজেনরা মন্তব্য করেছেন, ‘দু'জনেই তাদের কাজের প্রতি আন্তরিক।’

এই পোস্টে মন্তব্যের ঝড় তুলেছেন অনুরাগীরা। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এই দুজন হিট জুটি।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘মনে হচ্ছে তারা ছায়া, সিম্বা এবং মুসাফা একসঙ্গে।’ যদিও কেউ কেউ মজার ছলে লিখেছেন, ‘কেউ শাহরুখ খানকে শেখাতে পারে না।’ আবার পরিচালকের ভূমিকায় আরিয়ানের আন্তরিকতা দেখে একজন অনুরাগী লিখেছেন, ‘পরিচালকরা এভাবেই কাজ সম্পন্ন করেন।’

উল্লেখ্য, আরিয়ান খানের পরিচালনার পর, এবার শাহরুখ খান তার মেয়ে সুহানা খানকেও ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করতে সাহায্য করছেন। বাবা-মেয়ের জুটিকে এবার দেখা যাবে 'কিং' ছবিতে। বর্তমানে এই ছবির শুটিং চলছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top