গুলি করে হলিউড অভিনেতাকে হত্যা
প্রকাশিত:
৪ জুন ২০২৫ ১৬:৫২
আপডেট:
১ আগস্ট ২০২৫ ০৭:৪৪

হলিউড অভিনেতা জোনাথন জসকে গুলি করে হত্যা করা হয়েছে। সান অ্যান্টোনিও পুলিশের বরাত দিয়ে খবরটি জানিয়েছে সিএনএন। অভিনেতার বয়স হয়েছিল ৫৯ বছর। খুনের সন্দেহে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সান অ্যান্টোনিও পুলিশ বিভাগের এক মুখপাত্র জানান, রোববার সান অ্যান্টোনিওর ডরসি ড্রাইভে গুলির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পৌঁছায়। ঘটনাস্থলের রাস্তার ধারে জসকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখা যায়। অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগপর্যন্ত জীবন রক্ষাকারী সব পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তাঁকে ফেরানো যায়নি। জরুরি সেবাকর্মীরা জোনাথন জসকে সেখানেই মৃত ঘোষণা করেন।
জোনাথন জস ‘পার্কস অ্যান্ড রিক্রিয়েশন’ সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পান। এ ছাড়া অ্যানিমেটেড সিরিজ ‘কিং অব দ্য হিল’ এ জন রেডকর্ন চরিত্রের কণ্ঠ দিয়েছেন তিনি। ১৯৯৬ সালে ভিক্টর অ্যারন নামের মূল ডাবিং আর্টিস্ট গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে তিনি চরিত্রটিতে কণ্ঠ দেওয়া শুরু করেন। সিরিজটি শেষ হওয়া পর্যন্ত তিনি এই চরিত্রে কণ্ঠ দিয়েছেন।
জনপ্রিয় এই সিরিজটি পুনরায় নির্মিত হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে প্রচার শুরু হবে আগামী ৪ আগস্ট। জানা গেছে, নতুন এই সিরিজেও অংশ নিয়েছেন জস। মৃত্যুর কয়েক দিন আগে টেক্সাসের অস্টিনে প্যারামাউন্ট থিয়েটারে ‘কিং অব দ্য হিল’–এর একটি অনুষ্ঠানে দেখা যায় জসকে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: