বৃহঃস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১


সাইফ আলী খানকে ছুরিকাঘাত: মহারাষ্ট্র থেকে যুবক গ্রেফতার


প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৫ ১১:২৫

আপডেট:
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০২:২৯

ছবি সংগৃহীত

বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ।

রোববার (১৯ জানুয়ারি) সকালে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গ্রেফতার ব্যক্তি থানে শহরের একটি বারে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।

গত বুধবার গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সাইফ আলী খানের বাড়িতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি। পরে তিনি বলিউড অভিনেতার ওপর ধারালো ছুরি নিয়ে হামলা চালান। ছুরির ছয়টি জখম নিয়ে সাইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় বৃহস্পতিবার ভোরে। তারপর থেকেই হামলাকারীর খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছিল মুম্বাই পুলিশের প্রায় ৩০টি দল।

অভিযানে অংশ নেওয়া মুম্বাই পুলিশের ডিসিপি পদমর্যাদার এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, থানে এলাকা থেকে ওই ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। জঙ্গলের মধ্যে জড়ো করা শুকনো ঘাসের মধ্যে শুয়ে ছিল সে। পুলিশের দাবি, তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি প্রথমে নিজের নাম বিজয় দাস বলে দাবি করলেও পরে শাহজাদ বলে দাবি করেন।

গত বৃহস্পতিবারই সাইফের বাড়ির পেছনের সিঁড়ির সিসি ক্যামেরা ফুটেজ দেখা গিয়েছিল সন্দেহভাজন একজনের মুখ। সে সময়ই পুলিশ সেই ফুটেজ প্রকাশ করে। তারপর এক কাঠমিস্ত্রিকে আটক করা হয়।

গত শনিবার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে একজনকে এবং ছত্তিসগড়ের দুর্গ থেকে আর একজনকেও আটক করা হয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top