মঙ্গলবার, ২১শে জানুয়ারী ২০২৫, ৮ই মাঘ ১৪৩১


৮ ঘণ্টা ধরে চলবে নাগা-শোভিতার বিয়ে


প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৪ ১৯:০১

আপডেট:
২১ জানুয়ারী ২০২৫ ১৪:২৭

ফাইল ছবি

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। জীবনের নতুন অধ্যায় শুরু করছেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য অক্কিনেনি ও অভিনেত্রী শোভিতা ধুলিপালা।ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বুধবার রাত ৮টা ১৫ মিনিটে তারকা জুটির বিয়ের লগ্ন। বিয়ে হবে শোভিতার পরিবারের রীতি মেনে, তেলুগু বিবাহপ্রথায়। প্রায় ৮ ঘণ্টা ধরে চলবে তাদের বিয়ে। তারপরেও রয়েছে বিশেষ রীতি।

নাগা-শোভিতার এক ঘনিষ্ঠ সূত্রের তরফে জানা যাচ্ছে, বিয়ের পরেই মন্দিরে পুজা দিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে নবদম্পতির। তিরুপতি মন্দির অথবা শ্রীসাইলম মন্দিরে গিয়ে নাকি পুজা দেবেন তারা।

সেই সূত্রের কথায়, রীতি অনুযায়ীই তারা বিয়ের পরে প্রথমেই মন্দিরে গিয়ে পুজা দেবেন। ঈশ্বরের আর্শিবাদ নিয়েই জীবনের নতুন সফর শুরু করবেন। নাগা ও শোভিতা সম্ভবত তিরুপতি বালাজি মন্দির অথবা শ্রীসাইলম মন্দিরে পুজা দিতে যাবেন।

প্রথমে শোনা যাচ্ছিল, রাজস্থানের কোনও প্রাসাদে বসবে নাগা ও শোভিতার বিয়ের আসর। তবে এত জাঁকজমক আয়োজনে যাচ্ছেন না তারকা জুটি। বরং পরিবারের বয়স্ক সদস্যদের কথা মাথায় রেখেই নিজস্ব অন্নপূর্ণা স্টুডিয়োয় বসবে নাগা-শোভিতার বিবাহ আসর।

দক্ষিণী চলচ্চিত্র তারকারাও উপস্থিত থাকবেন এই বিয়েতে। অতিথি হিসাবে দেখা যেতে পারে চিরঞ্জীবী, নয়নতারা, রানা দুগ্গাবতী ও তাদের পরিবারকে। দেখা যেতে পারে ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ও তার পরিবারকেও।

আক্কিনেনি পরিবারের অন্য তারকা সদস্যরা তো থাকছেনই। এছাড়াও উপস্থিত থাকতে পারেন, রামচরণ-উপাসনা, মহেশবাবু-নম্রতা শিরোদকরও। থাকতে পারেন এসএস রাজামৌলি এবং প্রভাস।

গেল আগস্ট মাসে তারকা জুটি সেরেছিলেন বাগ্‌দান পর্ব। সে খবর প্রকাশ্যে এনেছিলেন নাগার বাবা নাগার্জুন অক্কিনেনি। এরপর চলতি মাসে বিয়ের আনুষ্ঠানিকতাও সেরে নিচ্ছেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top