মিথিলার পছন্দ অন্ধকারে শীতযাপন
প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২১ ০১:০৩
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৩:২৩

কালো পোশাকে উষ্ণতা ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। কাউচের উপর শুয়ে উন্মুক্ত কাঁধে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। এর আগেও বহুবার এরকম উষ্ণ ছবি পোস্ট করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার রহস্যময়ী দৃষ্টিতে ধরা দিয়েছেন মিথিলা।
ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমি অন্ধকারে শান্তভাবে শীতযাপন করতে পছন্দ করি।’ এই ছবিতে ফের একবার সকলের দৃষ্টি আকর্ষণ করলেন ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির স্ত্রী। অভিনেত্রী সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। যদিও অভিনেত্রীর কমেন্ট বক্স নির্দিষ্ট কয়েকজন মানুষের জন্যই খোলা রেখেছেন।
এর আগে সাহসী ছবি পোস্ট করে নেটিজেনের ট্রোলের শিকার হয়েছিলেন তিনি। সাইবার বুলিং নিয়ে দিন কয়েক আগেই সরব হয়েছিলেন অভিনেত্রী তথা সমাজকর্মী রাফিয়াথ রশিদ মিথিলা। বুলিংয়ের মুখে পড়ে সম্প্রতি ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনে বন্ধ করে দিয়েছেন তিনি। সূত্র : হিন্দুস্তান টাইমস।
সম্পর্কিত বিষয়:
মিথিলা
আপনার মূল্যবান মতামত দিন: