দেহরক্ষীকে জীবনসঙ্গী করলেন পামেলা
প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২১ ১৬:৪২
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১১:৪৮

আবারও বিয়ে করলেন 'বেওয়াচ’ তারকা পামেলা অ্যান্ডারসন। এবার নিজের দেহরক্ষীকেই জীবনসঙ্গী করলেন আলোচিত এ অভিনেত্রী।
করোনাভাইরাসের জেরে লকডাউন শুরু হলে কানাডার ভ্যাঙ্কুভার দ্বীপে নিজের বাগানবাড়িতে থাকতে শুরু করেন পামেলা অ্যান্ডারসন। ওই সময়ই তার দেহরক্ষী ড্যানের সঙ্গে ঘনিষ্ঠতা হয় বিগ বসের একসময়ের এই প্রতিযোগীর।
ড্যানের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর পরই গত ২৫ ডিসেম্বর নিজের বাগানবাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পামেলা। এটি তার ৫ম বিয়ে।
এ বিষয়ে পামেলার ভাষ্য– ভ্যাঙ্কুভারের এই বাগানবাড়ি তিনি ২৫ বছর আগে নিজের ঠাকুরদার কাছ থেকে কিনে নেন। এই বাড়িতে তার বাবা-মায়েরও বিয়ে হয়। এই বাড়িতে থেকে বিয়ে করেই তার বাবা ও মা এখনও একসঙ্গে রয়েছেন বলে জানান পামেলা।
আর তাই ভালোবাসার মানুষ ড্যানের সঙ্গেও তিনি এই বাড়িতেই বিয়ের পিঁড়িতে বসেন বলেও জানান। বিয়ের দিন নীল রঙের গাউনে সেজে ড্যানকে আপন করে নেন পামেলা।
এই বিশেষ দিনটিতে পামেলা তার বিয়ের মুহূর্তের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।
এর আগে টমি লি ও কিড রকের সঙ্গে পর পর চারবার গাঁটছড়া বাঁধেন পামেলা। যার মধ্যে রিক সলোমনের সঙ্গে ২০১৪ ও ২০১৭ সালে পরপর দুবার বিয়ের পিঁড়িতে বসেন পামেলা অ্যান্ডারসন।
তথ্যসূত্র: ডেইলি মেইল।
আপনার মূল্যবান মতামত দিন: