যে কারণে ‘কফি উইথ করণ’ -এ বিরতি নিচ্ছেন করণ জোহর
 প্রকাশিত: 
                                                ২৫ জুন ২০২৪ ১০:৩৫
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:৩৪
                                                
 
                                        জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ থেকে বিরতি নিলেন করণ জোহর। এ বছর কোন নতুন সিজন হবে না। সোমবার রাতে এমনটাই জানিয়েছেন পরিচালক, প্রযোজক এবং শো-এর সঞ্চালক।
কারণ হিসেবে করণ জানিয়েছেন, জনপ্রিয় টক শো-কে নতুন রূপ দিতে এই বছর বিরতি নিচ্ছেন এবং ২০২৫-এর দ্বিতীয়ার্ধে ৯ নং সিজন নিয়ে আসবেন।
শো-এর সর্বশেষ সিজন সম্পর্কে করণ বলেছেন, ‘কফি উইথ করণের ইতিহাসে, এই সিজনের র্যাপিড ফায়ার ছিল সবচেয়ে একঘেয়ে। নিজেই ভাবছিলাম, কেন করছি এটা? আপনি আমাকে প্রশ্ন করছেন না। আমার মনে হচ্ছিল, হ্যাম্পার আমিই বাড়ি নিয়ে যাব, কারণ কেউই ওটা পাওয়ার যোগ্য নয়।’
তিনি বলেন, ‘আসুন ‘কফি উইথ করণ’-এর জগৎটা বদলে ফেলি। সিজন ৯-কে সবচেয়ে মজার সিজন হিসেবে আপনাদের সামনে নিয়ে আসা যাক। আড্ডায় অকপট উত্তর দিতে বাধ্য হবেন তারকারা। সেলিব্রিটিরা আজকাল কথা বলতে ভয় পান। আগের মতো মন খুলে কথা বলতে পারেন না।’
কফি উইথ করণের শেষতম সিজনেও অনেক বিতর্ক হয়েছিল। প্রথম এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। তারা তাদের বিয়ে নিয়ে কথা বলার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন।
এছাড়া অতিথি হিসেবে দেখা গিয়েছিল শর্মিলা ঠাকুর-সাইফ আলি খান, খুশি কাপুর-জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডে-সারা আলি খান, নীতু কাপুর-জিনাত আমান, আলিয়া ভাট-করিনা কাপুর খান, আদিত্য রায় কাপুর-সিদ্ধার্থ মালহোত্রার মতো তারকাদের।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: