শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬, ১৭ই মাঘ ১৪৩২


ভয় নাই, শাকিবের সঙ্গে ছবি দিয়ে বললেন চঞ্চল


প্রকাশিত:
১৯ মে ২০২৪ ১৬:৪১

আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ১৫:০৮

ছবি- সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের পরবর্তী সিনেমা ‘তুফান’-এ থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ইতোমধ্যেই তুফান-এর টিজারে শাকিব-চঞ্চলের যুগলবন্দি পছন্দ করেছেন দর্শকেরা।

তুফান সিনেমায় নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে শাকিবকে। টিজারেও বিধ্বংসী এক রূপেই হাজির হয়েছেন শাকিব। রীতিমতো তান্ডব চালিয়েছেন একের পর এক দৃশ্যে।

শাকিবের এমন লুকে অনেকেই ভীত হলেও ভয় পাননি অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমার টিজারে চঞ্চলের মুখে দেখা গেছে তাচ্ছিল্যের হাসিসহ সংলাপ। যেখানে শাকিবকে উদ্দেশ্য করে অভিনেতা বলছেন, ‘তুফান, খুব ভয় পাইছি রে…হাহাহাহাহা’!

পর্দার বাইরে ব্যক্তিজীবনেও এবার দেখা মিলল শাকিব-চঞ্চলের যুগলবন্দি। রোববার (১৯ মে) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন চঞ্চল চৌধুরী। যেখানে দুজনকে একসঙ্গে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিয়ে হাসিমুখে ছবি তুলতে দেখা গেছে।

ফেসবুকে ছবিটি প্রকাশ করে চঞ্চল ক্যাপশনে লিখেছেন, ‘ভয় নাই……। প্রচন্ড গরমেও আমরা প্রচন্ড ঠান্ডা থাকি।’ দুই তারকার ভক্তরাও তাদের এই ছবি বেশ পছন্দ করেছেন। পর্দায় শাকিব-চঞ্চল জুটির কাছ থেকে দারুণ কিছু প্রত্যাশা করছেন।

এর আগে তুফান সিনেমায় নিজের উপস্থিতি নিয়ে চঞ্চল বলেন, ‘এই সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে। রায়হান রাফী এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক। সেই সঙ্গে শাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম। তার সাথে কাজ করতে পারলে ভালো লাগবে। আর এতো বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে অবশ্যই ভালো কিছুই হবে।’

‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। এই তিন প্রযোজনা প্রতিষ্ঠান ‘তুফান’-এর আগে আরেকটি বড় সিনেমার ঘোষণা দেয়। সিনেমাটির নাম ‘দম’। আর পরিচালনা করবেন রেদওয়ান রনি। ‘দম’ সিনেমার মূল ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top