সারা-অনন্যার ‘উপহার’ কি আসলে আদিত্য রায় কাপুর?
প্রকাশিত:
১১ মে ২০২৪ ১২:১৪
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ০৩:৫৬

কোথাও কেউ স্বীকার না করলেও বলিউডে জোর গুঞ্জন রয়েছে অনন্যা পাণ্ডে ও আদিত্য রায় কাপুরের ব্রেকআপ হয়েছে। প্রায় দু’বছর সম্পর্কের পরে আলাদা হলেন জুটি।
যদিও দু’জনের কেউই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। তাদের একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি ফাঁস হয়ে যাওয়ায় সম্পর্কের গুঞ্জনে যেন সিলমোহর পড়ে। এর পরে অনুরাগ বসুর জন্মদিনের পার্টিতে সারা আলি খানের সঙ্গে আদিত্যর ছবি ভাইরাল হয়।
এদিকে ‘কফি উইথ কারান’ শোতে র্যাপিড ফায়ার রাউন্ডে অনন্যাকে হারিয়ে দেন সারা। সারার উপহারের দিকে অনন্যা তাকালে, সারা তাকে বলেন ‘আমার উপহারে হাত দিলে আমি কিন্তু পাল্টা তোমার উপহারে হাত দেব!’
অনেকেই মনে করছেন এখানে আদিত্যকে উপহার সম্বোধন করেছেন সারা। আদিত্যকে নিয়ে নিজের অধিকার নিয়ে বরাবরই সচেতন অনন্যা। জবাবে বন্ধু সারাকে তিনি বলে বসেন, এই ধরনের কাজ করার চেষ্টাও যেন না করেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: