শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


আমি এক নারীকে মেরে ফেলেছিলাম: শাহরুখ


প্রকাশিত:
৪ মে ২০২৪ ১৪:৫৫

আপডেট:
৪ মে ২০২৪ ১৫:২০

ছবি- সংগৃহীত

জীবনের চরম সংকটের গল্পও অকপটে বলতে পারেন শাহরুখ খান। একাধিকবার ভরা আসরে নিজের দারিদ্র নিয়ে কথা বলেছেন। একবার নিজে মুখে শাহরুখ জানিয়েছিলেন একটি হত্যাকাণ্ডের ঘটনা।

‘কভি খুশি কভি গাম’ ছবির শুটিং চলছিল তখন। বিদেশের এক সাংবাদিক এসেছিলেন শাহরুখের সাক্ষাৎকার নিতে। সেখানেই কিং খান বলছিলেন, “আমি এক মহিলাকে মেরে ফেলেছিলাম। তাকে কার্নিশে বসিয়ে বলেছিলাম, আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমাকে এখন মেরে ফেলব। বলেই তাকে ছাদ থেকে ফেলে দিলাম আমি।”

তবে এটি শাহরুখের জীবনের গল্প না। সিনেমার গল্প। ‘বাজ়িগর’ ছবির দৃশ্যের কথা বলছিলেন শাহরুখ। এই দৃশ্যটি দেখার সময় দর্শকাসনে বসা প্রত্যেক দর্শক আঁতকে উঠেছিলেন। রাতারাতি হিট করেছিল ‘বাজ়িগর’। হিরো-রূপী ভিলেন শাহরুখকে দেখে মনে যেমন মায়া জন্মেছিল, তেমনই রাগও হয়েছিল।

‘বাজ়িগর’ ছবিতে শিল্পা শেঠিকে ছাদ থেকে ফেলে খুন করেছিল শাহরুখ অভিনীত অজয় শর্মা চরিত্রটি। শাহরুখ বলেছিলেন, “আমি পচা হিরোর চরিত্রে অভিনয় দিয়ে শুরু করি। পাশের বাড়ির ছেলে হয়ে উঠি তারপরই। রোমান্টিকতার এক উদাহরণ তৈরি করলাম।”



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top