শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


আমির খানের ‘সিতারে জমিন পর’


প্রকাশিত:
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪৩

আপডেট:
৩ মে ২০২৪ ১৬:২৫

ছবি-সংগৃহীত

আমির খান যে তার নতুন ছবির শুটিং শুরু করেছেন সে খবর আগেও জানা গেয়েছে। ‘সিতারে জমিন পর’ নামের এই ছবির মুক্তি নিয়ে এবার নতুন তথ্য প্রকাশ করলেন আমির।

কয়েক মাস আগে নিজের পরবর্তী ছবি নিয়ে প্রথম মুখ খুলেছিলেন এই অভিনেতা। ছবির নাম জানানোর পাশাপাশি অভিনেতা জানিয়েছিলেন যে, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ও আমির অভিনীত ‘তারে জমিন পর’-ছবির আঙ্গিকেই তৈরি হবে ছবিটি। বহুল প্রশংসিত ওই ছবিতে বিশেষভাবে সক্ষম বাচ্চাদের সাফল্যের কাহিনী তুলে ধরা হয়েছিল। ছবিতে মুখ্য চরিত্র ঈশান ছিল ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত। আমির অভিনয় করেছিলেন অঙ্কন শিক্ষক রামশঙ্কর নিকুম্ভের চরিত্রে।

সূত্রের খবরের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এবারেও সামাজিক কোনও চর্চিত সমস্যাকে নিয়ে ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই ছবির মুক্তি প্রসঙ্গে তার মনের কথা জানিয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

আমির বলেন, ‘‘অভিনেতা হিসেবে এটাই আমার পরবর্তী ছবি হতে চলেছে। আমরা ছবিটা আগামী বড়দিনে মুক্তির পরিকল্পনা করছি। চিত্রনাট্য শুনেই আমার গল্পটা পছন্দ হয়েছিল।’’

সম্প্রতি ছবিটির শুটিং শুরু হয়েছে। ছবিতে আমির তো থাকছেন, তবে রয়েছে আরও চমক। আমিরের কথায়, ‘‘ছবিতে আমি মুখ্য চরিত্রে নয়, ক্যামিয়ো চরিত্রে রয়েছি।’’

এই ছবিতে আমির ছাড়াও রয়েছেন জেনেলিয়া দেশমুখ। এই প্রথম তারা কোনও ছবিতে জুটি বাঁধতে চলছেন। এ ছাড়াও নিজের প্রযোজনা সংস্থার অধীনে ‘অতি সুন্দর’ ছবিতেও ক্যামিয়ো চরিত্রে অভিনয় করবেন আমির।

২০২২ সালে মুক্তি পায় আমির অভিনীত ছবি ‘লাল সিংহ চড্ডা’। অস্কারজয়ী ইংরেজি ছবি ‘ফরেস্ট গাম্প’-এ রিমেক এই ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। ব্যর্থতার ক্ষত ভুলতে আমির সাময়িকভাবে অভিনয় থেকে বিরতির কথাও ঘোষণা করেন। কিন্তু তার পর আবার তিনি অভিনয়ে ফিরছন জেনে অনুরাগীদের মনে খুশির হাওয়া। এখন অতীত ভুলে ‘সিতারে জমিন পর’-এর মাধ্যমে দর্শক মনে আমির আবার হারানো আসন ফিরে পান কিনা দেখা যাক।


সম্পর্কিত বিষয়:

আমির খান তারে জমিন পর

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top