স্কুলের ফ্লোরে বসে ছেলের সহপাঠীর সঙ্গে ছবি তুললেন শাহরুখ
প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩৩
আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ২১:০৩
ছোট ছেলে আব্রামের স্কুলে এক অনুষ্ঠানে গিয়ে ছেলের সহপাঠীদের সঙ্গে ফ্লোরে বসে একসঙ্গে ছবি তুলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। সম্প্রতি অভিনেতার এ ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
কিং খানের এমন ছবি দেখে কেউ বলছেন বাদশা একেবারে মাটির মানুষ। কেউ আবার বলছেন, আব্রামের স্কুলে গিয়ে ছোটবেলাকে ফিরে পেয়েছেন শাহরুখ।
কয়েক মাস আগে স্কুলের নাটকে অভিনয় করেছিল আব্রাম। নাটকের মাঝে বাবা শাহরুখের কায়দায় হাত ছড়িয়ে পোজও দিয়েছিল। আর দর্শক আসনে বসে শাহরুখ আনন্দে আত্মহারা।
অভিনেতার এক অনুরাগী আব্রামের এই ভিডিও শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘গর্বিত বাবা এবং মা। কত জলদি বড় হয়ে যাচ্ছে।’
বরাবর ‘ফ্যামিলি ম্যান’ শাহরুখ খান। হাজারও ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দিতে ভোলেন না তিনি। ছোট ছেলে আব্রাম আবার বাবার একটু বেশি আদুরে। আব্রামের সব কাজে নজর থাকে বলিউড বাদশার। তার সাফল্যে আনন্দে আত্মহারাও হয়ে যান তিনি।
সম্পর্কিত বিষয়:
শাহরুখ খান
আপনার মূল্যবান মতামত দিন: