হাসপাতালে কেমন আছেন মিঠুন— জানালেন সোহম
 প্রকাশিত: 
                                                ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৩
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:৫৫
                                                
 
                                        আজ শনিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মিঠুনকে। সকালে হঠাৎ বুকে ব্যথা ও অসস্তিবোধ করলে হাসপাতালে নেওয়া হয় তাকে। অভিনেতার শারীরিক সমস্যায় মিলেছে স্ট্রোকের উপসর্গ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’নামের একটি ছবিতে যুক্ত হয়েছেন মিঠুন। ওই ছবির শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লে সোহম তাকে কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।
এবার হাসপাতাল থেকে বেরিয়ে মিঠুনের শারীরিক অবস্থা জানালেন সোহম। টলিউড অভিনেতা আশ্বস্ত করলেন যে, “মিঠুনদা ভালো আছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এখন।”
এদিকে সূত্রের খবর, মিঠুনের যে শারীরিক সমস্যাগুলি দেখা দিয়েছে, সেসব প্রাথমিকভাবে স্ট্রোকের উপসর্গ। তবে স্ট্রোক হয়েছে কিনা তা এখনও নিশ্চিত না। চিকিৎসকদের মতে, এমআরআই রিপোর্ট দেখে তবেই এ বিষয়ে জানা যাবে।
আরও বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এরইমধ্যে চিকিৎসকদের একটি টিম তৈরি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন এ অভিনেতা।
‘শাস্ত্রী’ ছবিতে মিঠুনের বিপরীতে দেবশ্রী রায়। ছবিটির মাধ্যমে ১৬ বছর পর বড়পর্দায় ফিরছেন এ জুটি। মিঠুন দেবশ্রী ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন সোহম, সৌরসেনী মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: