মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


অপু বিশ্বাস যে কারণে এমপি হতে চান


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৩

আপডেট:
৩০ এপ্রিল ২০২৪ ০০:৪৭

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন তিনি।

এদিকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন অপু। কেন এমপি হতে চান, ব্যাখ্যা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বলেছিলেন, ‘মনোনয়ন পেলে নারীদের নিয়ে কাজ করতে চাই। সবাই জানেন, আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে।’

সেসময় তিনি আরও বলেছিলেন, ‘আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় ছিলেন অপু। সেসময় তিনি ব্যস্ত সময় কাটিয়েছেন আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায়। এবার নিজেই সংসদ সদস্য হতে সংগ্রহ করলেন মনোনয়ন।


সম্পর্কিত বিষয়:

আওয়ামী লীগ অপু বিশ্বাস এমপি

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top