ব্যতিক্রমী গানে মুনিয়া মুন
প্রকাশিত:
৭ অক্টোবর ২০২০ ২২:৪৮
আপডেট:
৭ অক্টোবর ২০২০ ২৩:০৮
‘জীবন অনিশ্চিত, সর্ম্পকগুলো অদ্ভুত। অনিশ্চিত এই জীবনের অর্থ কখনো কখনো অধরাই রয়ে যায়। এখানে গান হয়ে ওঠে গল্প, আর গল্প হয়ে যায় গান।’ এরকমই মৌলিক একটি গানে কণ্ঠ দিলেন মুনিয়া মুন। ‘কাঁদালে কাঁদতে হয়’ শিরোনামের গানটির কথা লিখেছেন ইসমাইল হোসেন ইসমী। সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইথুন বাবু।
এরই মধ্যে সঙ্গীত জগতে শিল্পী মুনিয়া মুনের একটা আলাদা পরিচিতি রয়েছে।
বাণী প্রধান গান করতে চেষ্টা করেন তিনি গানটিতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে মুন বলেন, অনেক দিনের ইচ্ছে ছিলো ইসমাইল হোসেন ইসমী ভাইয়ের কথায় গান গাওয়ার।
অবশেষে সেই ইচ্ছেটা পূরণ হলো আমার।গানের কথাও এক কথায় অসাধারণ। মন ছুঁয়ে গেছে। মনোমুগ্ধকর কাব্যিক গীতি কবিতা আর মনের মতো সুর, সবমিলিয়ে একটি দুর্দান্ত গান হয়েছে। আমি খুবই আশাবাদী গানটি নিয়ে।
প্রসঙ্গত, ‘কাঁদালে কাঁদতে হয়’ গানটি বিলাসী টিভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: