নতুন বছরে সন্তানদের পর্যাপ্ত সময় দেব: শাকিব খান
 প্রকাশিত: 
                                                ২ জানুয়ারী ২০২৪ ১৬:০৯
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:৫৪
                                                
 
                                        দারুণ একটি বছর পার করলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। বিগত বছরে তার মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমা দেশের চলচ্চিত্রে নতুন এক দরজা খুলে দিয়েছে।
বছরজুড়েই এই সিনেমার পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় ছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক। ক্যালেন্ডার পরিবর্তন হয়ে এসেছে নতুন একটি বছর। যে বছরকে ঘিরে শোবিজ তারকাদেরও প্রত্যাশা-পরিকল্পনার শেষ নেই।
কেউ বিগত বছর থেকে শিক্ষা নিয়ে কোন ভুল পুনরাবৃত্তি করতে চান না আর। আবার কেউ চাচ্ছেন, নতুন বছরে ভক্তদের উপহার দেবেন ভিন্ন কিছু কাজ। তেমনই নতুন বছর নিয়ে কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।
তিনি বলেন, গত বছর আমার অভিনীত ‘প্রিয়তমা’ দারুণ ব্যবসা করেছে। এ বছর আমার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তি পাবে। বলা যেতে পারে, এ বছর আমার জীবনে নতুন কিছু দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। জীবনে নতুন কিছু উইন্ডো খুলতে যাচ্ছে ভেবে রোমাঞ্চিত বোধ করছি।
শাকিব আরও বলেন, সব সময়ের মতো এ বছরও সন্তানদের পর্যাপ্ত সময় দেব। কথা নয়, ভালো কাজ দিয়ে নিজেকে প্রমাণ করব। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল।
সম্পর্কিত বিষয়:
শাকিব খান


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: