ওস্তাদ রশিদ খানের অবস্থা সংকটজনক
 প্রকাশিত: 
                                                ২৩ ডিসেম্বর ২০২৩ ১৪:৪২
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৪:২৮
                                                
 
                                        ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিখ্যাত শিল্পী ওস্তাদ রশিদ খানের অবস্থা সংকটজনক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বেশ কিছুদিন ধরে অসুস্থ রশিদ খান। চিকিৎসাধীন রয়েছেন দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে। গত কয়েক বছর ধরে শিল্পী প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়। তারপর থেকেই অবস্থার অবনতি শুরু।
এদিকে রশিদ খানের পরিবার থেকে কোনো তথ্য পাওয়া যায়নি এ সম্পর্কে। তবে তার ঘনিষ্ঠ মহল ও হাসপাতালের একটি সূত্রে রশিদ খানের শারীরিক অবস্থা সম্পর্কে তথ্যম পাওয়া গেছে।
শেষ খবর অনুযায়ী, শিল্পীর অবস্থা যথেষ্ট সঙ্কটজনক। ক্যানসার ও ব্রেনস্ট্রোকজনিত সমস্যা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। তাকে স্নায়ুচিকিৎসকেরা দেখছেন। মেডিসিন ও ক্যানসারের চিকিৎসকদের একটি দলও তাকে পর্যবেক্ষণে রেখেছে। নতুন করে অবস্থার অবনতি না হলেও পরিস্থিতি যে যথেষ্ট জটিল, তা মেনে নিচ্ছেন ঘনিষ্ঠমহল।
রশিদ খানের জন্ম উত্তরপ্রদেশের বদায়ূঁতে। শাস্ত্রীয় তাকে এনে দিয়েছে আকাশ সমান খ্যাতি। পাশাপাশি বলিউড, টলিউডের গানেও কণ্ঠ দিয়েছেন এই সংগীতজ্ঞ।
সম্পর্কিত বিষয়:
রশিদ খান


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: