স্ত্রীর মামলায় সংগীত পরিচালক শওকত ইমন কারাগারে
প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২০ ০৫:৫৫
আপডেট:
৯ জানুয়ারী ২০২৬ ২৩:০৮
স্ত্রীকে নির্যাতনের মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। এরপর শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
রমনা থানার পরিদর্শক (অপারেশন্স) মাহফুজুল হক বিষয়টি জানিয়েছেন।
জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর শওকত আলী ইমনের স্ত্রী রিদিতা রেজা বাদী হয়ে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায়ই ইমনকে গ্রেফতার করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: