শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬, ১৭ই মাঘ ১৪৩২


সালমান খানের জীবন নিয়ে সিনেমা!


প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২২ ০৫:৫১

আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ১৫:০৯

ফাইল ছবি

সালমান খান শুধু বলিউডের সফল অভিনেতা নন। প্রযোজক হিসাবেও তিনি বলিউডের সঙ্গে যুক্ত থেকেছেন। এর বাইরে আছে তার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডও। সব মিলিয়ে এক জীবনের আকাশচুম্বী সাফল্যই পেয়েছেন এই তারকা। তার জীবনের গল্প যে কারো জন্য অনুপ্রেরণার উৎস।

সালমানের জীবনের এই গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে একটি সিনেমা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে। বানাচ্ছে বিদেশি একটি প্রযোজনা সংস্থা। তবে এটি হতে চলেছে ডকুমেন্টারি বা তথ্যচিত্র। আর এতে সালমান খান নিজেই অভিনয় করবেন।

চমক হলো সিনেমাটির অনেকখানি অংশের সঞ্চালনার দায়িত্বে নাকি রয়েছেন সালমান-ঘনিষ্ঠ এক নারী। ঠিক সঞ্চালনা না বলে, বলা ভালো, তার চোখ দিয়ে সালমানের জীবনকে দেখা হবে এই তথ্যচিত্রের কিছুটা অংশ জুড়ে।

কে সেই নারী? জানা গেছে, সালমান খানের সঙ্গে এক সময়ে এই মডেল-অভিনেত্রীর সম্পর্কের গুজব রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছিল বলিউডের অন্দরে। যদিও দু’জনের কেউই সে কথা কখনও স্বীকার করেননি। তবে বিষয়টি নিয়ে এখনও ফিশফিশ হয়। এই মডেল-অভিনেত্রী হলেন লুলিয়া ভান্তুর। প্রযোজনা সংস্থার পক্ষ নাকি তাকে এই তথ্যচিত্রে বিশেষ ভূমিকা পালন করতে অনুরোধ করা হয়েছিল। তিনি নাকি রাজিও হয়েছেন।

কবে এই তথ্যচিত্রের কাজ শুরু হবে, কবে এটি দেখা যাবে, তা এখনও জানা যায়নি। তবে শিগগিরই কাজটি শুরুর আভাস পাওয়া গেছে।


সম্পর্কিত বিষয়:

সালমান খান

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top