শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬, ১৭ই মাঘ ১৪৩২


দীপিকা-শাহরুখ এর ‘পাঠান’


প্রকাশিত:
৯ আগস্ট ২০২০ ০০:৩৮

আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ১৫:০৮

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। ফাইল ছবি

দীর্ঘ বিরতির পর পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। তার বিপরীতে থাকছেন হালের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। এই জুটি ইতিমধ্যেই ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’র মতো ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। কিং খানের নতুন এই ছবিটি প্রযোজনা করবে যশরাজ ফিল্মস।

এ বছরই প্রযোজনা সংস্থাটির ৫০ বছর পূর্তি হচ্ছে। সেদিনই অনুষ্ঠানভাবে ছবির ঘোষণা দেবেন তারা। এরই মধ্যেই নাকি শাহরুখ খান চুক্তিপত্রে সই করেছেন। আর ছবির চিত্রনাট্যের কাজও নাকি প্রায় চূড়ান্ত। এমনটাই দাবি করেছে ভারতের বিনোদন ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাংগামা।

তারা জানিয়েছে, ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। করোনা পরিস্থিতির ওপর বিবেচনা করে অক্টোবরেই শুরু হতে পারে এর কাজ।

শোনা যাচ্ছে, ২০২১ সালের ২ অক্টোবর ‘পাঠান’ মুক্তি পাবে। এর আগে শোনা গিয়েছিল, দীর্ঘ বিরতির পর রাজকুমার হিরানির নাম ঠিক না হওয়া ছবির মধ্যদিয়ে আবার ক্যামেরার সামনে ফিরছেন শাহরুখ। আগামী অক্টোবরে এর কাজ শুরুর কথা রয়েছে। এখন দেখার পালা, কোন ছবি দিয়ে বিরতীর ইতি টানতে যাচ্ছেন বলিউড বাদশা।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top