রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


ক্যাটরিনাকে ‘অকর্মা’ আখ্যা দিলেন দীপিকা


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২২ ২০:৫৬

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ২০:৩৬

ফাইল ছবি

বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের সঙ্গে দীপিকা পাড়ুকোনের বন্ধুত্ব দীর্ঘদিনের। তারা একে অপরের সুখ-দু:খের ভাগীদার।

সেই বান্ধবীকেই কিনা ‘অকর্মা’ আখ্যা দিলেন দীপিকা। তাও আবার সামাজিক যোগাযোগমাধ্যমে সে কথা লিখে নেটিজেনদের সমালোচনার সুযোগ করে দিয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, শূন্যে দোল খাচ্ছিলেন দীপিকা। কাপড়ের দোলনায় বসে এরিয়াল যোগে মগ্ন তিনি। ক্যাটরিনার তাতে মোটেও উৎসাহ নেই। ভিকি ঘরণী নিচে দাঁড়িয়ে ভিডিও করে গেলেন বান্ধবীর।

দীপিকার রাগের কারণ সেটিই। অনেকবার বলা সত্ত্বেও এরিয়াল যোগ করতে রাজি হননি ক্যাটরিনা। তার নাকি ‘মুড’ ভালো ছিল না। তাই একসঙ্গে যোগের ক্লাসে গিয়েও একাই আকাশে ভাসলেন দীপিকা।

সেই ভিডিও দেখে বেশ মজা করছেন ঈশান খট্টর, বরুণ ধওয়ান। কাপড়ে ঢাকা দীপিকাকে ঝুলতে দেখে ইশান মন্তব্য করেছেন, ‘দ্য মমি রিটার্নস?’ দীপিকা তখন নীল দোলনায় বসে সাধনা করছেন। ভিডিওর নিচে লিখেছেন, ‘কঠোর ওয়ার্ক আউট করছিলাম জিমে। এদিকে ক্যাটরিনাকে দেখুন! কোনো কাজের নয়। আমার ভিডিও করে গেল গোটা সময়টা!’

দীপিকা ও ক্যাটরিনা সময় পেলেই একসঙ্গে জিমে যান। সেখানে দুজন গ্লামার ধরে রাখা নিয়ে কথা বলেন।

বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’-এর কাজে ব্যস্ত দীপিকা। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। অন্য দিকে ক্যাটরিনা অভিনীত ‘ফোন ভূত’ মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর।


সম্পর্কিত বিষয়:

বন্ধুত্ব

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top