শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


প্রকাশ পেলো টেইলর সুইফটের ‘মিডনাইটস’


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২২ ০১:৪৬

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০২:০৬

ছবি সংগৃহীত

উন্মুক্ত হলো বিশ্বখ্যাত সংগীতশিল্পী টেইলর সুইফটের ১০তম স্টুডিও অ্যালবাম ‘মিডনাইটস’। বহুল প্রতীক্ষিত অ্যালবামটি শুক্রবার (২১ অক্টোবর) ভক্তদের জন্য নিয়ে আসেন ৩২ বছর বয়সী এই মার্কিন তারকা।

মোট ১৩টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এতে বিভিন্ন আকাঙ্খা, অভিজ্ঞতা, তীব্রতা, চড়াই-উৎরাইয়ের গল্প তুলে ধরেছেন গায়িকা।

অ্যালবামটি প্রসঙ্গে ইনস্টাগ্রাম পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘জীবন কখনো অন্ধকার, কখনো তারাময় উজ্জ্বল, কখনো মেঘলা, ভয়ঙ্কর, কখনো বা বিদ্যুতায়িত, কখনো গরম, কখনো ঠান্ডা। কখনো রোমান্টিক কিংবা কখনো একাকী হতে পারে। ঠিক মধ্যরাতের মতো।’

এই অ্যালবামের বেশিরভাগ গানের কথা দীর্ঘদিনের সহযোগী জ্যাক অ্যান্টোনফের প্রসঙ্গে লিখেছেন সুইফট। বেশিরভাগ গানই রেকর্ড করা হয়েছে ব্রুকলিনের আন্তোনফের হোম স্টুডিওতে ও জিমি হেনড্রিক্স এর প্রতিষ্ঠিত ‘ইলেকট্রিক লেডি’ স্টুডিওতে।

অ্যালবামের ‘অ্যান্টি-হিরো’ গায়িকার ভীষণ প্রিয়। গানটি তিনি নিজেই লিখেছেন। এতে তিনি নিজের নিরাপত্তাহীনতা এবং অনিয়ন্ত্রিত জীবনের সাথে সংগ্রামের গভীর অনুসন্ধান প্রকাশ করেছেন। ‘স্নো অন দ্য বিচ’ গানটিতে গায়িকা লানা ডেল রে’কে দেখা যায়।

সুইফট বলেছেন, লানা ডেল রে দীর্ঘ প্রশংসিত একজন গায়িকা এবং তার অন্যতম প্রিয় একজন। এটি তার সম্মানে করা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


সম্পর্কিত বিষয়:

সংগীতশিল্পী

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top