রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


মাটি মেখে কৃষক সাজায় ট্রলের শিকার সালমান


প্রকাশিত:
১৬ জুলাই ২০২০ ২৩:০৬

আপডেট:
৫ মে ২০২৪ ২২:০৪

ছবি: সংগৃহীত

লকডাউনের শুরু থেকে মুম্বাই পানভেলের বাগান বাড়িতে রয়েছেন বলি ভাইজান সালমান খান।

সেখান থেকেই সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। যা নিয়ে ট্রলের শিকার এই অভিনেতা।

ভারতের সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, বুধবার সালমানের ইনস্টাগ্রাম থেকে পোস্ট করা ওই ছবিগুলোতে দেখা গেছে, পানভেলের স্থানীয় একটি ক্ষেতে কাজ করছেন সালমান। যেখানে কখনও গাছ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সালমানকে। এরই মধ্যে একটি ছবিতে দেখা গেছে শরীরে মাটি মাখা অবস্থায় ক্লান্তিতে বসে আছেন বলি সুলতান।

ছবিটি পোস্ট করে সালমান ক্যাপশনে লিখেছেন, প্রতিটি দানায় খাবার গ্রহিতার নাম লেখা রয়েছে। কৃষকদের জয় হোক।

সালমানের এমন পোস্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে ট্রলে মেতে ওঠেন নেটিজেনরা।

অনেকেই প্রশ্ন তোলেন, কোন কৃষক এভাবে মাটি মেখে ফটোশুট করেন।

কেউ কেউ লিখেছেন, অনেক কৃষক দেখেছি সারাদিন মাঠে কাজ করেছেন, কিন্তু তাদের মুখে এভাবে কাঁদা মাখতে দেখেননি। মাঠে কেউ এভাবে কাদা মেখে বসে থাকেন না। .

অশোক শর্মা লিখেছেন, এভাবে কোন কৃষক কাজ করে যে, সারা শরীরজুড়ে কাদায় মাখামাখি অথচ হাত পরিস্কার।

হিমাংশু রায় লিখেছেন, একটা ফটোশুটের জন্য কৃষকদের নিয়ে তামাশা বন্ধ করুন। আপনি কৃষকদের কষ্ট কি করে বুঝবেন?

অন্য আরেক ভারতীয় লিখেছেন, এমন ক্ষেত কোথায় আছে যেখানে কাজ করলে সারা শরীর কাদায় ডুবে যায়?

সূত্র- জি নিউজ



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top