কোটা প্রথার বিরুদ্ধে চবিতে এবার গণসংযোগ কর্মসূচি
প্রকাশিত:
৯ জুলাই ২০২৪ ১৩:০৬
আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ১৫:২৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এবার কোটা প্রথার বিরুদ্ধে প্রথমবারের মতো লং মার্চের মাধ্যমে গণসংযোগ কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
মঙ্গলবার (৯ জুলাই) বেলা সাড়ে ১০টা থেকে চবির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে তাদের এই কর্মসূচি শুরু হয়।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ক্যাম্পাসে লং মার্চের মাধ্যমে আমাদের আজকের এ কর্মসূচি সম্পন্ন হবে। অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

আপনার মূল্যবান মতামত দিন: