শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬, ৩রা মাঘ ১৪৩২


স্থিতিশীল মার্কিন ডলার, সামান্য কমেছে অন্যান্য মুদ্রার দর


প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৬ ১৮:৩৩

আপডেট:
১৭ জানুয়ারী ২০২৬ ০২:৩৫

ছবি-সংগৃহীত

গেল সপ্তাহে মার্কিন ডলারের দাম প্রায় কিছুটা অপরিবর্তিত ছিলো। তবে সামান্য কমেছে অন্য বিদেশি মুদ্রার দাম।

এনসিসি ব্যাংকের তথ্যমতে সপ্তাহের শুরুর দিকে মার্কিন ডলার লেনদেন হয়েছে ১২২ টাকা ৭০ পয়সায়। এদিকে সোমবার পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ ১৬৭ টাকায়। সর্বনিম্ন দর ছিলো বৃহস্পতিবার ১৬৬ টাকা ১৫ পয়সায়।

সোমবার ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে ১৪৪ টাকা ৫০ পয়সা দরে। সর্বনিম্ন দর ছিলো বৃহস্পতিবার ১৪৪ টাকা ২৩ পয়সা। তবে পরিবর্তন ছিল অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়মূল্যে। মঙ্গলবার সর্ব্বোচ্চ দর ছিল ৮২ টাকা ৯৫ পয়সা। বৃহস্পতিবার ৮১ টাকা ৮৮ পয়সা সর্ব্বনিম্ন ছিল মুদ্রাটি। আর সপ্তাহজুড়েই ৩০ টাকার মধ্যেই লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে।

প্রায় অপরিবর্তিত ছিল সিঙ্গাপুর ডলারের দর। সোমবার সর্বোচ্চ ৯৬ টাকা ৩৩ পয়সায় হাতবদল হয় মুদ্রাটি। বৃহস্পতিবার সর্বনিম্ন দর ছিলো ৯৫ টাকা ৭২ পয়সা।

বেশি পরিবর্তন আসেনি সৌদি রিয়ালের দরে। সোমবার ৩২ টাকা ৭৩ পয়সা দরে লেনদেন হয়েছে মুদ্রাটি। কানাডিয়ান ডলার সোমবার সর্বোচ্চ লেনদেন হয় ৮৯ টাকা ১৫ পয়সা দরে। সর্বনিম্ন দর ছিলো বুধবার ৮৮ টাকা ৫৩ পয়সা।আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ ১ টাকা ৩৬ পয়সা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top