বৃহঃস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫, ২৩শে আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


কাঁচা মরিচ অর্ধেক দামে, কমেছে বেশিরভাগ সবজির দাম


প্রকাশিত:
৫ অক্টোবর ২০২৫ ১৩:০০

আপডেট:
৯ অক্টোবর ২০২৫ ০৪:১৫

ফাইল ছবি

কয়েক মাস ধরে ঊর্ধ্বমুখী থাকা সবজির দাম টানা বৃষ্টির কারণে আরও বেড়েছিল। বৃষ্টি কমায় সবজির দামও কিছুটা কমতে শুরু করেছে। দিনের ব্যবধানে আজ রোববার (৫ অক্টোবর) কমেছে বেশিরভাগ সবজির দাম।

গত কয়েকদিনে ব্যাপক আলোচনায় থাকা কাঁচা মরিচের দাম একদিনে প্রায় অর্ধেকে নেমেছে। অন্যান্য সবজির মধ্যে কোনো কোনোটির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে আলু। প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে এই সবজি জাতীয় নিত্য প্রয়োজনীয় পণ্যটি। তবে কোথাও কোথাও মাইকিং করে ৬ কেজি আলু ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এর কাছাকাছি দামে মাত্র ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁপে। শসা পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে। কচুরমুখীও বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে।

বাজারে মিষ্টি কুমড়া ও ধুন্দল ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে, কচুরলতি ৮০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ৮০ টাকায়, বেগুন (গোল) প্রতি কেজি ১২০ টাকায় এবং বরবটি প্রতি কেজি ৮০ টাকায়। এছাড়া চিচিঙ্গা, ঝিঙা, পটল প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর করলা প্রতি কেজি ৮০ টাকা, উস্তা ১০০ টাকা এবং কাঁকরোল প্রতি কেজি ৭০ টাকা দরে পাওয়া যাচ্ছে। প্রতি পিস জালি ৫০-৬০ টাকায়, লাউ প্রতি পিস ৬০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এক কেজি কাঁচা মরিচের দাম দিনের ব্যবধানে ২০০ টাকার বেশি কমেছে। ভ্যান গাড়িতে কোথাও কোথাও ১৮০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সবজির দোকানগুলোতে আজ ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গতকাল কাঁচা মরিচের দাম সর্বনিম্ন ৪০০ টাকা থেকে উপরে ৪৫০ টাকা দরে বিক্রি হয়েছে।

মুগদা বাজারের একজন সবজি বিক্রেতা বলেন, কয়েকদিন বৃষ্টির কারণে সবজির দাম বাড়তি ছিল। আজ অনেক সবজির দাম কমেছে। কাঁচা মরিচ অর্ধেক দামে নেমেছে। কিছুদিনের মধ্যে বাজারে নতুন আলু আসবে, তাই হিমাগার থেকে বেশি পরিমাণে ছেড়ে দেওয়া হচ্ছে। এতে খুচরা বাজারে আলুর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামও কমছে।

এদিকে আজ শীতকালীন আগাম সবজি শিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা থেকে ১৬০ টাকা কেজি দরে। ছোট আকারের ফুলকপি ও বাঁধাকপি পাওয়া যাচ্ছে ৬০-৭০ টাকায়। তবে কিছুটা বড় আকারের ফুলকপি ও বাঁধাকপি ৮০-১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মুলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকায় এবং টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে।

শাকের বাজারেও আজ কিছুটা পরিবর্তন এসেছে। আঁটি প্রতি বেশিরভাগ শাকের দাম কমেছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। পুঁইশাক প্রতি আঁটি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায় এবং কুমড়ো শাকের আঁটি পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। এছাড়া প্রতি আঁটি লালশাক ২০-২৫ টাকায়, কলমি শাক ১৫ টাকা, পালংশাক ৩০ টাকা, পাটশাক ২০ টাকায়, কচুশাক ২০ টাকা, মুলা শাক ২০ টাকা এবং ডাঁটা শাক প্রতি আঁটি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top