সবগুলো মূল্যসূচকে বড় উত্থান
পুঁজিবাজারে একদিন পর ফের হাজার কোটির বেশি লেনদেন
প্রকাশিত:
২৮ আগস্ট ২০২৫ ১৬:০০
আপডেট:
২৮ আগস্ট ২০২৫ ১৮:৪৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ আগস্ট) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর সবগুলো মূল্যসূচক ১ শতাংশের বেশি বেড়েছে। বিক্রেতার তুলনায় ক্রেতা বেশি লক্ষ্য করা গেছে অনেকগুলো সিকিউরিটিজে। এতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ সিকিউরিটিজের বাজারদর বেড়েছে। আর সার্বিকভাবে লেনদেনও বৃদ্ধি পেয়েছে।
এক কার্যদিবস পর ঢাকার একই পুঁজিবাজারের লেনদেন ফের হাজার কোটি টাকার ঘর অতিক্রম করেছে। এই নিয়ে সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে ৪ দিনই বাজারটিতে হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৫ পয়েন্ট বা ১ দশমিক ৩৭ শতাংশ বেড়ে ৫ হাজার ৫১৮ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের দিন যা ছিল ৫ হাজার ৪৪৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট বা প্রায় ২ শতাংশ বেড়ে ২ হাজার ১৫৭ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের দিন এই সূচক ২ হাজার ১১৬ পয়েন্টে ছিল। এছাড়া, ডিএসই শরিয়াহ সূচক ১৮ পয়েন্ট বা ১ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ১২০৭ পয়েন্টে অবস্থান করছে। গতকাল এই সূচক ১ হাজার ১৮৯ পয়েন্টে ছিল।
বৃহস্পতিবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে মাত্র ২৮১টির। বিপরীতে কমেছে ৮৬টির। তবে ৩১টির দর অপরিবর্তিত ছিল।
ডিএসইতে আজ মোট ১ হাজার ১৩২ কোটি ৩২ লাখ টাকার সিকিউরিটিজের লেনদেন হয়েছে। গতকাল যেখানে ৯৭১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ একদিনের ব্যবধানে ডিএসইর লেনদেন বেড়েছে ১৬০ কোটি ৭৯ লাখ টাকা।
এর আগের তিন কার্যদিবসে ডিএসইতে যথাক্রমে ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ, ১ হাজার ১৭৭ কোটি ৭৭ লাখ এবং ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার হওয়া ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন ছিল, বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ লেনদেন।
আজ ডিএসইতে লেনদেন বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে রেনাটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ার। টাকার অঙ্কে যার পরিমাণ ২২ কোটি ১১ লাখ। গতকাল ও আগের দিন ডিএসইর লেনদেন তালিকায় শীর্ষে ছিল সিটি ব্যাংকের নাম।
অপরদিকে পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় উত্থান হওয়ার পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। সিএসইতে এদিন সার্বিক লেনদেনও আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
অন্য পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই আজ ১৫৬ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ২ শতাংশ বেড়েছে। সূচকটির বর্তমান অবস্থান দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৫৭ পয়েন্টে। আজ লেনদেনে অংশ নেওয়া ২৩৯ প্রতিষ্ঠানের মধ্যে ১৫১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৬টির এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। গতকাল লেনদেন হয়েছিল ১৫ কোটি ৬৩ লাখ টাকার সিকিউরিটিজ।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: