কোম্পানির রিটার্ন দাখিলের সময় বাড়ল
 প্রকাশিত: 
                                                ১২ মার্চ ২০২৫ ১৭:০৫
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৪:১২
                                                
 
                                        আবারও কোম্পানি করদাতাদের কর জমার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
বুধবার (১২ মার্চ) এক আদেশে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় বাড়িয়ে ১৬ মার্চের পরিবর্তে ৩০ এপ্রিল করা হয়েছে।
এর আগে ১৬ মার্চ ও ১৫ ফেব্রুয়ারি কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় নির্ধারিত করেছিল এনবিআর।
করনীতির দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসান স্বাক্ষরিত আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতাদের ২০২৪-২০২৫ করবর্ষের জন্য পূর্বে নির্ধারিত কর দিবস ১৬ মার্চের পরিবর্তে ৩০ এপ্রিল নির্ধারণ করা হলো।
সম্প্রতি কোম্পানির রিটার্ন জমার সময় বাড়াতে এনবিআরে চিঠি পাঠায় ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন। ২০২৩-২৪ অর্থবছরেও কোম্পানি রিটার্ন জমার সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছিল।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: