বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


বিল গেটসের দাবি

২০২২ সালের শেষে সারা পৃথিবী কোভিডমুক্ত হবে


প্রকাশিত:
২৬ মার্চ ২০২১ ০১:০৪

আপডেট:
২ মে ২০২৪ ০৮:০৭

 বিল গেটস। ফাইল ছবি

২০২২ সালের শেষে সারা পৃথিবী কোভিডের কবলমুক্ত হবে বলে ধনকুবের বিল গেটস পোল্যান্ডের এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন। তিনি বলেন, আমরা এখন এক অবিশ্বাস্য ট্র্যাজেডির মধ্যে রয়েছি। এই সময় একমাত্র আনন্দের খবর হল, ভ্যাকসিন এসে গিয়েছে।

বিশ্বের অন্যতম সফল ও ধনী ব্যবসায়ী, সমাজসেবী এবং মাইক্রোসফট-এর সহপ্রতিষ্ঠাতা বিল গেটস অনেক দিন ধরেই চলমান মহামারী ও জলবায়ুর পরিবর্তন নিয়ে সরব হয়েছেন।

বিশ্ব জুড়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৫৫ লক্ষ ৪০ হাজার ৫৯১ জন। মারা গিয়েছেন ২৭ লক্ষ ৫৮ হাজার ৭৩৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ১৩ লক্ষ ৬০ হাজার ১৪০ জন। আক্রান্তের সংখ্যার বিচারে আমেরিকা ও ব্রাজিলের পরেই আছে ভারত।


সম্পর্কিত বিষয়:

বিল গেটস

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top