বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


সাত ব্যাংককে ২২ হাজার কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক


প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৪ ১৬:৩৬

আপডেট:
১৬ মে ২০২৪ ১৬:৪০

ফাইল ছবি

ক্যাশ ম্যানেজমেন্টের অংশ হিসেবে ৭ ব্যাংককে ২২ হাজার কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (০১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, ২৮ ডিসেম্বর তিন দিনের জন্য ‘লেন্ডার অব দ্য লাস্ট রিসোর্ট’ হিসেবে সাত ব্যাংককে এই টাকা ধার দেওয়া হয়েছে। মূলত ব্যাংক কোম্পানি অ্যাক্টের ক্ষমতাবলে ব্যাংকগুলো সিকিউরিটিজের পাশাপাশি প্রতিশ্রুতিপত্রের মাধ্যমে টাকা ধার নিতে পারে।

বেশ কয়েকটি সূত্র থেকে জানানো হয়েছে, মূলত ব্যাংকগুলোর তারল্য সংকট এড়াতে এই টাকা ধার দেওয়া হয়েছে।

তবে এ ব্যাপারে মেজবাউল হক বলেন, ব্যাংককে টাকা ধার দেওয়া আবার ফেরত নেওয়া কেন্দ্রীয় ব্যাংকের নিত্যদিনের কার্যক্রম। এটি মূলত ক্যাশ ম্যানেজমেন্টের অংশ হিসেবে ধার দেওয়া হয়েছে।

যেসব ব্যাংককে টাকা ধার দেওয়া হয়েছে তারা তারল্য সংকটে ভুগছে কি না, জানতে চাইলে মেজবাউল বলেন, আপনার পকেটে এই মুহূর্তে টাকা নেই মানে এই না যে আপনি তারল্য সংকটে ভুগছেন। এটি বিস্তৃত একটি ব্যাপার। আমরা ক্যাশ ম্যানেজমেন্টের জন্য টাকা দিয়ে থাকি। এবারও সেটিই করা হয়েছে।


সম্পর্কিত বিষয়:

কেন্দ্রীয় ব্যাংক

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top