বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এসেছে ৭৪৩ টন পেঁয়াজ


প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৩ ১০:২৭

আপডেট:
১০ ডিসেম্বর ২০২৩ ১০:৪০

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৭৪৩ টন ভারতীয় পেঁয়াজ এসেছে। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৬ ট্রাকে এ পেঁয়াজ স্থলবন্দরের ইয়ার্ডে প্রবেশ করে। এখন শুধু খালাসের অপেক্ষায়।

রোববার (১০ ডিসেম্বর) সকালে সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (৯ ডিসেম্বর) থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণা দিলেও দেশে আমদানি হয়েছে। আমদানিকারকরা ভারতীয় পেঁয়াজ কেনার জন্য এলসি করেছিল, সে পেঁয়াজগুলো এখন স্থলবন্দরে আসছে। তবে আর কতদিন এভাবে পেঁয়াজ আসবে তা তিনি নিশ্চিত নন।

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। নতুন করে আর এলসি পাওয়া যাবে না বলেও জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে চলতি বছরের ৭ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে না। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বাজারে বেড়েছে পেঁয়াজের দাম।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top