রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


পুঁজিবাজারে ছন্দপতন, কমেছে লেনদেন


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২৩ ২১:৪৫

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১৫:১৪

 ফাইল ছবি

টানা তিন কর্মদিবস পর সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৯ আগস্ট) দেশের পুঁজিবাজারে ছন্দপতন হয়েছে। মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৩ পয়েন্ট। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের দাম।

এর আগে গত ২৩ আগস্ট দরপতন হয়েছিল। তবে তার আগের দিন উত্থান হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ প্রথম দুই ঘণ্টা সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন হলেও শেষ আড়াই ঘণ্টা সূচক পতন হয়েছে। শেয়ার কেনার চেয়ে বিক্রি চাপ বেশি থাকায় শেষ আড়াই ঘণ্টা বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ কারণে ছন্দপতন হয়েছে।

এ ছন্দপতনকে বাজার সংশ্লিষ্টরা বলছেন, মূল্য সংশোধন। তারা বলছেন, উত্থান পতন এটি পুঁজিবাজারে স্বাভাবিক আচরণ। এতে বিনিয়োগকারীদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১০টি কোম্পানির মধ্যে ১২৭টির শেয়ারের দাম কমেছে। তার বিপরীতে বেড়েছে ৩৩টি কোম্পানির শেয়ার। আর অপরিবর্তিত রয়েছে ১৬০ কোম্পানির শেয়ার।

তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯০ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৮ পয়েন্টে।

এদিন ৩১০ প্রতিষ্ঠানের সাত কোটি ৪৬ লাখ ৯১ হাজার ৬২৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা টাকার অঙ্কে ৩৯১ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৩৮ কোটি ৬৩ লাখ ৭৪ হাজার টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল এমারেল্ড অয়েলের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশনের শেয়ার। এরপরের তালিকায় যথাক্রমে ছিল-রূপালী লাইফ, জেমেনি সি ফুড, সোনালী পেপার, ইস্টার্ন হাউজিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, এবং এসকে স্টিমস লিমিটেডের শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬০৫ পয়েন্টে। সিএসইতে ১৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ৬৪টির ও অপরিবর্তিত রয়েছে ৭৬টির দাম।

দিন শেষে সিএসইতে ৬ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ২৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১০ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৪৪৩ টাকার শেয়ার ও ইউনিটের।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top