বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


হিলিতে ৩০ টাকা কেজি কাঁচা মরিচ


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২২ ২১:২৯

আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ১০:৫০

 ছবি : সংগৃহীত

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি আরও ১০ টাকা কমেছে। একদিন আগে প্রতি কেজি দেশি কাঁচা মরিচ ৪০ টাকা দরে বিক্রি হচ্ছিল। বর্তমানে দাম কমে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। 

কাঁচা মরিচ বিক্রেতারা জানান, ‘কয়েক দিন ধরে আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন ভালো হয়েছে। এতে মোকামগুলোতে কাঁচা মরিচের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। আগে শুধু বগুড়া থেকে কাঁচা মরিচ আসছিল। এখন নওগাঁসহ আশপাশের এলাকা থেকেও আসছে। এতে বাজারে কাঁচা মরিচের সররবাহ অনেকটাই বেড়েছে। মোকামে বিক্রেতারা এখন কম দামে কাঁচা মরিচ কিনে, বাজারে কম দামে বিক্রিও করতে পারছেন। দেশি কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় ভারত থেকে আমদানি বন্ধ থাকলেও বাজারে প্রভাব পড়েনি।’

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন জানিয়েছেন, ‘বর্তমানে দেশের বাজারে দেশি কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দাম ৩০-৪০ টাকায় নেমেছে। সেই হিসাবে দেশের চেয়ে ভারতের বাজারেই কাঁচা মরিচের দাম বেশি। এমন অবস্থায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করে লোকসান গুনতে হবে। তাই লোকসান থেকে বাঁচতে গত বৃহস্পতিবার থেকে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি বন্ধ রাখা হয়েছে।’


সম্পর্কিত বিষয়:

কাঁচা মরিচ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top