মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


কক্সবাজার হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু


প্রকাশিত:
৮ আগস্ট ২০২২ ০৩:১১

আপডেট:
৩০ এপ্রিল ২০২৪ ১৩:৪২

 ছবি : সংগৃহীত

কক্সবাজার শহরের কলতালী হোটেল-মোটেল জোনের 'সি কক্স' আবাসিক হোটেলের স্টাফ কোয়ার্টারে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হোটেলের ফ্রন্ট ডেস্কের ম্যানেজার খালেদ আশরাফ বাপ্পি (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

খালেদ আশরাফ বাপ্পি কক্সবাজার সদরের বাংলাবাজার কাজীর রোড এলাকার বাসিন্দা। তিনি কক্সবাজার সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং ওই হোটেলে পার্টটাইম চাকরি করতেন।

সি কক্স হোটেলের রিজার্ভেশন অফিসার জানান, হোটেল থেকে কিছু দূরে পাহাড়ের সঙ্গে লাগোয়া হোটেলের স্টাফদের কোয়ার্টার। ওখানে স্টাফরা রাত্রিযাপন করেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে হোটেলের ডিউটি শেষ করে বাপ্পি স্টাফ কোয়ার্টারে চলে যান। পরে তাকে মৃত অবস্থায় বাসা থেকে উদ্ধার করা হয়। ওই সময় বাসায় কেউ ছিল না এবং তার রুমটি ভেতর থেকে 'লক' করা ছিল।

পরিবারের দাবি, খালেদ আশরাফ বাপ্পীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের মা জানান, তার ছেলের সঙ্গে মফিজ নামে এক যুবকের পরিচয় ছিল। পরিচয় সূত্রে বাপ্পি ধারদেনা ও ব্যাংকের ঋণ নিয়ে ৮ লাখ ৫০ হাজার টাকা ব্যবসার জন্য মফিজের হাতে তুলে দেয়। কিন্তু মফিজ নানা অজুহাতে তার ছেলেকে টাকা ফেরতের কথা বলে সময় নিতে থাকে। নিহতের মায়ের ধারণা, ঠাণ্ডা মাথায় তার ছেলে বাপ্পীকে হত্যা করা হয়েছে।

খালেদ আশরাফ বাপ্পীর ছোট ভাই রিহাদ জানান, রোববার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের সময় একই এলাকার সম্পর্কে চাচা নুরুল আজিমের ফোনে একটি কল আসে। ফোন করে বলে বাপ্পী মারা গেছে আপনারা তাড়াতাড়ি আসেন। তখন নুরুল আজিম রিহাতকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে জানতে পারে বাপ্পীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সদর থানার ওসি (তদন্ত) মো. সেলিম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানতে পেরেছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এর পরও যদি কোনো অভিযোগ পাই, তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত বিষয়:

কক্সবাজার

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top