গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মহত্যা
প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২২ ০৫:০৫
আপডেট:
১ আগস্ট ২০২৫ ০৪:১৩

ময়মনসিংহের নান্দাইলে মুক্তা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর গ্রামের নিজ বাড়ি থেকেই ওই কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মুক্তা ওই এলাকার মঞ্জুরুল ইসলাম ভূইঁয়ার মেয়ে। সে স্থানীয় একটি স্কুলে লেখাপড়া করতো।
পরিবার জানিয়েছে, সোমবার রাতে গলায় ফাঁস দিয়ে মুক্তা আত্মহত্যা করে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: