ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই
 প্রকাশিত: 
                                                ১৭ ডিসেম্বর ২০২১ ১৯:৩২
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:২৭
                                                
 
                                        ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার পুরাতন বাজারের সিএনজি স্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টির বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয় লোকজনের সহযোগিতায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কসবা ফায়ার সার্ভিসের টিম লিডার আবদুল্লাহ খালেদ বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিভাবে অগ্নিকাণ্ড হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এবিষয়ে কসবা থানার ওসি আলমগীর ভূইয়া জানান, কসবা পৌর এলাকায় ১২টি দোকানে আগুন ছড়িয়ে পড়েছিলো। তবে কীভাবে আগুন লেগেছে, তদন্ত করে বের করা হবে।
সম্পর্কিত বিষয়:
অগ্নিকাণ্ড


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: