টিভি চ্যানেলের স্টিকার লাগানো গাড়ি থেকে গাঁজাসহ আটক ২
প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২১ ০৫:২৩
আপডেট:
১ আগস্ট ২০২৫ ০১:০৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়ক থেকে বুধবার রাতে ৮৭ কেজি গাঁজাসহ আমিনুল ইসলাম বুলবুল ও মো. সোহান নামের দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এসব তথ্য জানান র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মো. যোবায়ের।
তিনি বলেন, বুলবুল ও সোহান একটি প্রাইভেটকারে টিভি চ্যানেলের স্টিকার লাগিয়ে গাঁজা ভর্তি করে হবিগঞ্জ থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল আশুগঞ্জে তল্লাশি চৌকি বসায়। রাত সাড়ে ১১টার দিকে প্রাইভেকারসহ বুলবুল ও সোহানকে আটক করা হয়। প্রাইভেটকার থেকে ৮৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক দুজন নিজেদের ‘৭১ বাংলা’ নামে একটি টিভি চ্যানেলের সাংবাদিক বলে পরিচয় দিয়েছেন। কিন্তু ওই টিভি চ্যানেল সরকার অনুমোদিত নয়।
আপনার মূল্যবান মতামত দিন: