মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলাকেটে হত্যা, পলাতক স্বামী


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২১ ২১:৫৩

আপডেট:
৩০ এপ্রিল ২০২৪ ০৭:০০

ছবি-সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যা করেছেন তার স্বামী হাফেজ। ঘটনার পর থেকে স্বামী পলাতক থাকলেও সন্দেহভাজন ২ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত খালেদা বেগম কুতুপালং ক্যাম্প-১৪ এর সি ব্লকের হাফেজ আহমদের স্ত্রী।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাম্পত্য কলহের জেরে সোমবার দুপুরে ক্যাম্প-১৪ এর সি ব্লকের হাফেজ আহমদ তার স্ত্রী খালেদা বেগমকে হত্যা করেন।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ভিকটিমের সতীন নুর হাসিনা ও আসামির ভগ্নিপতি মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে হাফেজ আহমদ পলাতক রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top