নওগাঁর মান্দায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
 প্রকাশিত: 
                                                ১৫ নভেম্বর ২০২১ ০১:১৫
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৩৬
                                                
 
                                        নওগাঁর মান্দায় উপজেলার মসিদপুর গ্রাম থেকে শনিবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে গাঁজাসহ ছোইমুদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুস শাকিব জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মান্দার মসিদপুর গ্রামে অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। গ্রামের আতাউর রহমান নামের এক ব্যক্তির বাড়ির সামনে ফাঁকা জায়গায় র্যাব সদস্যরা পৌঁছামাত্র একটি প্লাস্টিকের বাজারের ব্যাগসহ পালানোর চেষ্টা করে ছোইমুদ্দিন। এসময় তাকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে চার কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ছোইমুদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: