মমেকে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু
প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২১ ০২:০৫
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৪:৪৪

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) মমেকের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটের ৩৮ রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন দুইজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৭২ নমুনা পরীক্ষা করে কেউ করোনা শনাক্ত হয়নি।
আপনার মূল্যবান মতামত দিন: