সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


হবিগঞ্জে ভোট গণনার সময় পোড়ানো হলো ব্যালট বাক্স


প্রকাশিত:
১২ নভেম্বর ২০২১ ০৮:৩৭

আপডেট:
১২ নভেম্বর ২০২১ ০৯:৫৩

ছবি-সংগৃহীত

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলার জুলসুখা ইউনিয়নের ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ভোট গণনার সময় সবগুলো ব্যালট বাক্স আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রটির ফলাফল স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় কেন্দ্রটিতে ভোট গণনা করা হচ্ছিল। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফয়েজ আহমেদ কেন্দ্রের সামনে এসে চিৎকার শুরু করেন। এর কিছুক্ষণের মধ্যেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রোকসানা আক্তার শিখার সমর্থকদের সঙ্গে ফয়েজের লোকজনের সংঘর্ষ হয়। তখন ব্যালট বাক্সে আগুন ধরিয়ে দেয়া হয়। এসময় দুই পক্ষের কয়েকজন আহত হন। বেশকিছু স্থাপনাও ভাংচুর করা হয়। খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আব্দুস সালাম বলেন, কেন্দ্রে ৭৭৪টি ভোট প্রয়োগ হয়েছিল। সবগুলো ব্যালট পুড়িয়ে ফেলা হয়েছে। এ জন্য কেন্দ্রটির ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে কোন প্রার্থীর লোকজন আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top