শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে আটক ১৭


প্রকাশিত:
১১ নভেম্বর ২০২১ ২৩:৫৮

আপডেট:
৪ মে ২০২৪ ১০:০৩

ছবি-সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়নে বৃহস্পতিবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ১০টার দিকে জামসা ইউনিয়ের জামসা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে ১৭ জন বহিরাগতকে আটক করেছে পুলিশ।

মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান সংবাদমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ১১টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে নির্বাচন করছেন ২৯৭ প্রার্থী। সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়ছেন ১০২ জন।

মোট ভোট কেন্দ্র রয়েছে ১১২টি। মোট ভোট কক্ষের সংখ্যা ৫৯২টি। মোট ভোটার ২ লাখ ১৯ হাজার ৩২৪ জন। এর মধ্যে ১ লাখ ৯ হাজার ৯৪০ জন পুরুষ এবং ১ লাখ ৯ হাজার ৩৮৪ জন নারী ভোটার রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top