তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
 প্রকাশিত: 
                                                ৮ নভেম্বর ২০২১ ১৮:৫৭
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৭:১২
                                                
                                        কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ির গন্ধমতি এলাকার এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসান নিরব, হৃদয় হোসেন, ফয়সাল হোসেন ও বিল্লাল হোসেন নামের ৪ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কোটবাড়ি ফাঁড়ির ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী রোববার (৭ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, রোববার দুপুরে গন্ধমতি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতে হাজির করা হবে।
প্রসঙ্গত, গন্ধমতি এলাকার একটি বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন ওই তরুণী। শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় তাকে তুলে নিয়ে একদল তরুণ ওই তরুণীকে ধর্ষণ করে। এ ঘটনায় রোববার সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা হয়। মামলার পর ওই ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।



                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: