সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


ইউপি নির্বাচনকে কেন্দ্র করে

ভোলায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২৫


প্রকাশিত:
৭ নভেম্বর ২০২১ ২০:১২

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০২:৩২

ছবি-সংগৃহীত

ভোলার দৌলতখান উপজেলায় চরপাতা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই নম্বর ওয়ার্ডের কেড়ানীবাজার এলাকায় নুরে আলম ও সেলিম হাওলাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (৬ নভেম্বর) দিবাগত রাতে সংর্ঘষের এ ঘটনা ঘটে। আহতদের ভোলা সদর ও দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে উভয় পক্ষের লোকজন উঠান বৈঠক শেষে কেড়ানীবাজার এলাকায় আসলে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ ঘটে। এ সময় উভয় পক্ষের নির্বাচনী অফিস, ২টি মোটরসাইকেল ও ৩টি অটোরিকশা ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top