শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২


প্রকাশিত:
২ নভেম্বর ২০২১ ০০:২৩

আপডেট:
২ আগস্ট ২০২৫ ১২:০৭

ছবি-সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও এআরএসপিএইচ চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যার পর থেকে ক্যাম্পগুলোতে বিশেষ অভিযানে এ পর্যন্ত বিভিন্ন অপরাধে ১৭২ জনকে গ্রেপ্তার করেছে এপিবিএনের সদস্যরা।

এদের মধ্যে মুহিবুল্লাহ হত্যা মামলায় ১০ জন রয়েছে। এ অভিযানে ইয়াবা ও অস্ত্র জব্দ করা হয়। সোমবার (১ নভেম্বর) এসব তথ্য জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাইমুল হক।

তিনি জানান, ২৯ সেপ্টেম্বর মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রাখা হয়। রোহিঙ্গা ক্যাম্পে প্রভাব বিস্তার করা বিভিন্ন সংগঠনের ১১৪ জনসহ এ পর্যন্ত ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাছাড়া মাদক ব্যবসা, চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের দুর্বৃত্তদের বিরুদ্ধে এমন অভিযান চলবে বলেও জানান এই কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top