রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


দিনাজপুরের হিলি স্থলবন্দরে চাল আমদানি বন্ধ


প্রকাশিত:
১ নভেম্বর ২০২১ ১৮:১৭

আপডেট:
২ নভেম্বর ২০২১ ০০:২৩

ছবি-সংগৃহীত

লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় ভারত থেকে চাল আমদানি বন্ধ করে দিয়েছে সরকার। কৃষকদের বাঁচাতে সরকার এ ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে।

রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।

তিনি জানান, ভারত থেকে গত ২৫ আগস্ট এই বন্দরে চালের আমদানি শুরু হয়। দেশের বিভিন্ন বন্দরে ৪০০ জন আমদানিকারক ১৫ লাখ মেট্রিকটন চাল আমদানির অনুমতি পায়। এর মধ্যে ১৪ লাখ ৫৩ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল ও ১ লাখ ৯৭ হাজার মেট্রিকটন চাল আমদানি করা হয়েছিল। চালগুলো ৩৭০ থেকে ৩৮০ ডলারে এবং চিকন চাল ৪২৫ থেকে ৪৭০ ডলারে আমদানি হয়েছে।

তিনি আরও জানান, সরকার অনুমতি দিলে ভারত থেকে এই স্থলবন্দরে আবারও চাল আমদানি শুরু করবেন আমদানিকারকরা।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top