দুর্গাপূজা উপলক্ষে বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৬ দিন
 প্রকাশিত: 
                                                ৯ অক্টোবর ২০২১ ২৩:২৪
 আপডেট:
 ১০ অক্টোবর ২০২১ ১৫:১৪
                                                
 
                                        সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার (৯ অক্টোবর) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সহ-সভাপতি রেজাউল করিম শাহীন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১১ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত পঞ্চগড়ের বাংলবান্ধা ও ভারতের ফুলবাড়ি বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৭ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: