মির্জাপুরে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের
প্রকাশিত:
৪ অক্টোবর ২০২১ ১৭:৫৯
আপডেট:
৬ অক্টোবর ২০২১ ১৫:৩৯

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা নামক স্থানে রোববার (৩ অক্টোবর) রাত পৌনে ১০ টার দিকে অটোরিকশা উল্টে মো. সাজ্জাদ মিয়া নামে এক চালকের মৃত্যু হয়েছে।
নিহত অটোরিকশা চালক উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর গ্রামের মো. আমিন মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পেশায় অটোরিকশা চালক সাজ্জাদ বেকারির তৈরি খাদ্য পণ্য তার সিএনজিচালিত অটোরিকশাযোগে বিক্রি করতেন। প্রতিদিনের মতো গতকাল রাতে কাজ শেষে উপজেলার গোড়াই এলাকা থেকে অটোরিকশা নিয়ে সার্ভিস লেন দিয়ে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে মহাসড়কের দেওহাটা নামক স্থানে পৌঁছালে তার অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে উল্টে যায়। এতে তিনি অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। এরপর রাত সাড়ে ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক ডা. এবিএম আলী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আহত অবস্থায় সাজ্জাদ নামে এক অটোরিকশা চালককে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। বিষয়টি থানায় জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আপনার মূল্যবান মতামত দিন: