রংপুরে মাদককারবারির ছুরিকাঘাতে এএসআই আহত
প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৬
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৪:৪০

রংপুরের সাহেবগঞ্জ এলাকায় মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে মাদককারবারির ছুরিকাঘাতে পিয়ারুল ইসলাম নামে হারাগাছ থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাহেবগঞ্জ এলাকা থেকে পলাশ নামের এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেন পিয়ারুল ইসলাম। এসময় পলাশ তার কাছে থাকা ছুরি দিয়ে পিয়ারুলের বুকে আঘাত করেন।
এতে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। মাদক কারবারি পলাশকে আটক করে থানায় আনা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: